ভালো অভিজ্ঞতার জন্য UC Browser থেকে ব্রাউজ করুন, নয়তো Song Play নাও হতে পারে। Browse from 'UC Browser' for better Experience.

অনিকেত প্রান্তর লিরিক্স | Oniket Prantor FULL SONG Lyric

অনিকেত প্রান্তর লিরিক্স | Oniket Prantor Lyric


গে‌য়ে‌ছেন- Artcell



তবুও এই দেয়ালের শরিরে

যত ছেঁ-ড়া রঙ ধো‌য়ে যাওয়া মানুষ


পেশাদার প্রতিহিংসা তুমার চেতনার

যত উদ্ভাসীত আলো রঙ

আকাশের মতন অকস্মাৎ


নিল নিলে ডুবে থাকা তো-মার প্রীয় কোন মুখ

তার চুখের কাছাকাছী এসে কেনু পথ ভেঙে


দুটো মানচিত্র এঁকে দু‌টো দেশের মাঝে,

বিঁধে আছে  অনুভূতীগুলোর ব্যাব-চ্ছেদ।





তবুও এই-খানে আছে  অবলীল হাওয়া

জানালা  বদ্ধ ঘরে আসে যায়


দেয়াল  ধরে বেড়ে ওঠে মধ্য-রাত

তোমার ছায়া-য় জমে  এসে ভয়


আলোকে চিনে নেয় আমা-র অবাধ্য সাহস

ভেতরে এখন কী নেই  কাপুরুষ অন্ধ-কার একা


তোমাকে ঘিরে  পথ-গুলো সব সরে যায়

রাত্রীর এই একা ঘর ঝুলে আছে   শূন্যের কাঁটাতারে


দুটো  মান-চিত্র এঁকে দুটো দেশের মাঝে

মিশে আছে অনুভূতীগুলোর ব্যাবচ্ছেদ






তবুও এই দুটী কাঁটাতারে শহরের মত করে

ভিড়ে ভরে গেছে ঘুম আমার


অচেতন কখন বেওয়ারীশ  মাটির কাছে এসে

সময় কে এপিটাফ ভেবে হাঁটু  গেড়ে বসে






তবুও এখানে বাতাস আসে দুরত্বের উৎসাহে

শতি জমে আছে ঠাণ্ডা  ঘাসে


তোমার চোখেঁর মাঝে দুরের একা পথ

এখানে ভাঙেনা দুটো দেশে


মেঘের দূরপথ ভেঙে বুকের গভীর

অন্ধকারে  আলোর নির্বা-সন স্মৃতীর মতন


অবিকল  স্বপ্নঘর বাঁধা স্মৃতির অন্ধ নির্জনে

সময় থেমে থাকে   অনাগত যুদ্ধের বিপরিতে


এখানে সরণীর লেখা নেই নাম কোন শহীদ স্মারকে

তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নগড়


জানালায় ঝুলে থাকে না শূন্য-তার অবচেতন

তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা






এখানে.. নির্জন… অনিকেত… প্রান্তর…..

তবুও তোমার ভাঙা স্মৃতি


ছেঁড়া স্বপ্ন, দোমড়ানো খেলাঘর

ছেঁড়া আকাশ,  ভাঙা কাঁচে


আলো  আর অন্ধকার তুমার

তোমার দেয়ালে যত লেখা


মানুষের  দেয়ালে দেয়াল বেঁড়ে  ওঠে কাঁটাতার

এখানে মহান মানচিত্রের ভাগাড়


তোমার শূন্যঘরে ভরা স্মৃতি

জড় পাথরে লেখা নাম শহিদ  স্মরণী


জানালার বাইরে  ভেসে গেছে দুরের আকাশ

বিধে আছি  সময়ের কাঁটাতারে

বিঁধে আছ ছেঁড়া আকাশের মতো তুমি....

  


Share This