গেয়েছেন - Animes Roy
কেন এলে না..
ও আমার ঝরে আঁখি জল..
কেমন আছে রাধা বল?
আমার কাঁদে কৃষ্ণমন (x২)
শ্রাবণ শ্রাবণ ধারায়
নদী বহে যায় রে
আষাঢ় বাদল নামে
তোমার উসিলায় রে (x২)
কত দিন যে আইলো গেল (২)
তুমি আইলা না
কেমন আছে রাধা বল?
আমার কাঁদে কৃষ্ণমন (x২)
কেঁদে কি আর ভেজে মাটি
বিনা র্বষনে সনে (২)
প্রণয় কি হয় রে রাধা
যদি না লয় মনে
তোমার লাগিয়া রে রাধা (২)
ঘুরলাম কত লোকালয়
কেমন আছে রাধা বল?
আমার কাঁদে কৃষ্ণমন (x২)
কেন এলে না..
ও আমার ঝরে আঁখি জল..
কেমন আছে রাধা বল?