বাংলাদেশের সবচেয়ে বড় ডিজে রিমিক্স ডাউনলোড সাইটে স্বাগতম| গান Play করতে Opera Mini অথবা UC Browser থেকে ব্রাউজ করুন | Browse from 'Opera Mini' or 'UC Browser' for Better Experience.

পর‌রে জায়গা পরের জ‌মি লি‌রিক |porer jayga porer jomi lyric

porer jayga porer jomi lyric


গে‌য়ে‌ছেন: জ‌লের গান



পরের জায়গা পরের জমি

ঘর বানায়া আমি রই

আমি তো সেই ঘরের মালিক নই (২)


সেই ঘরখানা যার জমিদারী

আমি পাই না তাহার হুকুমদারি

আমি পাই না জমিদারের দেখা

মনের দুঃখ কারে কই (৩)

আমি তো সেই ঘরের মালিক নই


পরের জায়গা পরের জমি

ঘর বানায়া আমি রই

আমি তো সেই ঘরের মালিক নই


জমিদারের ইচ্ছা-িমত দেই না জমি চাষ

তাইতো ফসল ফলে নারে

দুঃখ বারো মাস (২)


আমি খাজনাপাতী সবই দিলাম

তবুও জমিন আমার হয় যে নীলাম

আমি চলি যে তার মন জোগাইয়া

দাখিলায় মেলে না সই (২)

আমি তো সেই ঘরের মালিক নই


পরের জায়গা পরের জমি

ঘর বানায়া আমি রই

আমি তো সেই ঘরের মালিক নই



Share This