বাংলাদেশের সবচেয়ে বড় ডিজে রিমিক্স ডাউনলোড সাইটে স্বাগতম| গান Play করতে Opera Mini অথবা UC Browser থেকে ব্রাউজ করুন | Browse from 'Opera Mini' or 'UC Browser' for Better Experience.

আমাকে আমার মত থাকতে দাও লিরিক্স |Amake Aamar Moto Thaakte Dao Lyrics|আ দিয়ে গান

আমাকে আমার মত থাকতে দাও লিরিক্স |Amake Aamar Moto Thaakte Dao Lyrics|আ দিয়ে গান

আমাকে আমার মত থাকতে দাও


Song: আমাকে আমার মত থাকতে দাও | Amake Amar Moto Thakte Dao 
Composer : Anupam Roy
Film/Album: Autograph
Singer: Anupam Roy
Lyricist: Anupam Roy
Lebel: SVF



আমাকে আমার মত থাকতে দাও
আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি
আমাকে আমার মত থাকতে দাও
আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি
যেটা ছিলো না, ছিলো না, সেটা না পাওয়া-ই থাক
সব পেলে নষ্ট জীবন

তোমার ঐ দুনিয়ার ঝাপসা আলোর
কিছু সন্ধ্যের গুঁড়ো হওয়া কাঁচের মত
যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও
দূরবীনে চোখ রাখবো না, না না
না না না না, না না না না


--- DjSohagRana.Com ---


এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাই না আর তার
কোনো রাত-দুপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার

কখনো আকাশ বেয়ে চুপ করে
যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে
চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুঁজো না আমায়
আশেপাশে আমি আর নেই


--- DjSohagRana.Com ---


আমার জন্য আলো জ্বেলো না কেউ
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ
এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি
শেষ ট্রেনে ঘরে ফিরবো না, না-না
না-না-না-না, না-না-না-না

এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাই না আর তার
কোনো রাত-দুপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার

না, না না না না, না না না না
না, না না না না, না না না না


--- DjSohagRana.Com ---


তোমার রক্তে আছে স্বপ্ন যত
তারা ছুটছে রাত্রি-দিন নিজের মতো
কখনো সময় পেলে একটু ভেবো
আঙুলের ফাঁকে আমি কই!

হিসেবের ভিড়ে আমি চাই না ছুঁতে
যত শুকনো পেঁয়াজ কলি ফ্রিজের শীতে
আমি ওবেলার ডাল-ভাতে ফুরিয়ে গেছি
গেলাসের জলে ভাসবো না, না-না
না-না-না-না, না-না-না-না


--- DjSohagRana.Com ---


এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাই না আর তার
কোনো রাত-দুপুরের আবদার
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার

না, না না না না, না না না না
না,না না না না, না না না না



Some Important Tag For This Song :

না না না না, না না না না, amake amar moto thakte dao song lyrics, amake amar moto thakte dao lyrics, amake amar moto thakte dao song, amake amar moto thakte dao lyrics status, amake amar moto thakte dao song karaoke,আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে আমার মত থাকতে দাও লিরিক্স, আমাকে আমার মত থাকতে দাও, অনুপম আমাকে আমার মত থাকতে দাও, আমাকে আমার মত থাকতে দাও অনুপম, আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে আমার মতো থাকতে দাও 😣, আমাকে আমার মতো থাকতে দাও lofi, আমাকে আমার মতো থাকতে দাও lyrics, আমাকে আমার মতো থাকতে দাও অনুপম রায়, আমাকে আমার, amake amar moto thakte dao lyrics status video, amake amar moto thakte dao, amake amar moto thakte dao lofi, amake amar moto thakte dao cover, amake amar moto thakte dao dance, amake amar moto thakte dao anupam, amake amar moto thakte dao chords, amake amar moto thakte dao karaoke, amake amar moto thakte dao anupom roy

Share This