এই মেঘলা দিনে একলা ঘরে লিরিক্স |Ei Meghla Dine Ekla Lyrics |এ দিয়ে গান
গানের নাম: এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
ছায়াছবি: শেষ পর্যন্ত
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনা তো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনা তো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ
যূথীবনে ঐ হাওয়া
করে শুধু আসা যাওয়া
যূথীবনে ঐ হাওয়া
করে শুধু আসা যাওয়া
হায় হায়রে দিন যায়রে
ভরে আঁধারে ভুবন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনা তো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ
শুধু ঝরে ঝরো ঝরো
আজ বারি সারাদিন
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন
শুধু ঝরে ঝরো ঝরো
আজ বারি সারাদিন
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন
আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে
আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে
তুমি আসবে ওগো হাসবে
কবে হবে সে মিলন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনা তো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ
Some Important Tag For This Song :
এই মেঘলা দিনে,এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন status, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে তো মন, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন lyrical status, একলা ঘরে থাকে না তো মন, এই মেঘলা দিনে একলা, ei meghla dine ekla lyrics, ei meghla dine ekla song lyrics, ei meghla dine ekla bengali lyrics, ei meghla dine ekla karaoke lyrics, ei meghla dine ekla original song lyrics, ei meghla dine ekla female version lyrics, ei meghla dine ekla karaoke with lyrics, ei meghla dine eka lyrics, lyrical video of ei meghla dine ekla, ei meghla dine ekla dance, ei meghla dine ekla, ei meghla dine ekla ghore thake na to mon lyric, ei megla dine ekla, ei meghla dine ekla song, ei meghla dine ekla cover,এই মেঘলা দিনে একলা, এই মেঘলা দিনে একলা songsandlyricsd,এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, এই মেঘলা দিনে একলা ঘরে, এই মেঘলা দিনে একলা লিরিক, এই মেঘলা দিনে একলা ঘরে, এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনাতো মন, এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনা তো মন, এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনাতো মন lyric, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন status, এই মেঘলা দিনে একলা, এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনাতো মন song, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন lyrical status, এই মেঘলা দিনে একলা কভার, এই মেঘলা দিনে একলা lyrics, এই মেঘলা দিনে একলা গিটার কভার, এই মেঘলা দিনে একলা songsandlyricsd